ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল আরও ৩৭ ফিলিস্তিনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম
ইসরাইলের নতুন হামলায় প্রাণ গেল আরও ৩৭ ফিলিস্তিনির। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে আরও অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
বুধবার ভোরে এসব হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর নিক্ষেপ করা বোমা জাবালিয়ার আল-কাসাইব এবং হালিমা আল-সাদিয়া এলাকায় আঘাত হেনেছে।
আরও পড়ুন: গাজার হাসপাতালে হামলায় নিহত ৫০০, যা বলল জাতিসংঘ
এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে বুধবার ভোরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে আলজাজিরা আরবি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের হামাদ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করা হয়।
অন্যদিকে ইয়ারমুকেও ইসরাইলি হামলার পর অজ্ঞাত সংখ্যক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আলজাজিরা।
এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরাইল। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এ ছাড়া দখলদার ইসরাইলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনির মৃত্যুর তথ্য জানিয়েছিল হামাস। এর মধ্যেই হাসপাতালে চালানো হলো ভয়াবহ হামলা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা।
