Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে আর্টিলারি সরবরাহ কমে গেছে: জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

ইউক্রেনে আর্টিলারি সরবরাহ কমে গেছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তার দেশে কামানের গোলা সরবরাহ বন্ধ হয়ে গেছে।

‘আমাদের সরবরাহ কমে গেছে’ উল্লেখ করে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, বিশেষ করে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টলাইনে ব্যাপক ব্যবহৃত ১৫৫-মিলিমিটার শেলের সরবরাহ সত্যিই স্তিমিত হয়ে পড়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, এটা এমন নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু দিতে চাইছে না। তবে এটা ঠিক যে, সবাই নিজেদের মজুদের জন্য লড়াই করছে।

গত মাসে হামাস যোদ্ধারা ইসরাইলের দক্ষিণে হামলা চালানোর পর মার্কিন সাহায্যপুষ্ট ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম গুলি চালিয়ে যাচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই প্রায় দুই বছরের দ্বন্দ্বের পরে শেল মজুদ রাখতে ও সুরক্ষিত করতে লড়াই করছে।
 

ইউক্রেন যুদ্ধ সরবরাহ বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম