Logo
Logo
×

আন্তর্জাতিক

পানির নিচে জাদু দেখিয়ে কিশোরীর রেকর্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

পানির নিচে জাদু দেখিয়ে কিশোরীর রেকর্ড

১৩ বছর বয়সি মার্কিন কিশোরী অ্যাভেরি এমারসন ফিসার। যার শখ স্কুবা ডাইভিং বা পানির নিচে ডুব দেওয়া। সঙ্গে জাদু দেখিয়ে মানুষকে চমকে দেওয়া। তা করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে অ্যাভেরি। 

সম্প্রতি সাগরের পানির নিচে ৩ মিনিটে ৩৮টি জাদু দেখিয়ে সবাইকে চমকে দেয় সে। আগের রেকর্ডটি ছিল মার্টিন রিজ নামে এক পেশাদার জাদুশিল্পীর দখলে, যিনি একই সময়ে ২০টি জাদু দেখিয়েছিলেন। 

এনডিটিভির এক প্রতিবেদন বলছে, করোনা মহামারিতে ঘরবন্দি অবস্থায় স্কুবা ডাইভিং শুরু করে অ্যাভেরি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ অ্যাভেরিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম