Logo
Logo
×

আন্তর্জাতিক

সরকারি চাকরিজীবী যুববকে অপহরণ করে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

সরকারি চাকরিজীবী যুববকে অপহরণ করে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!

সম্প্রতি শিক্ষক হওয়ার জন্য বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বিহারের গৌতম কুমার। সরকারি চাকরির খেসারত যে এভাবে দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। 

বুধবার গৌতম স্কুলে পৌঁছালে তিন থেকে চারজন অপহরণকারী মারধর করে তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তাকে খুনের হুমকি দিয়ে প্রায় বন্দুকের মুখে অপহরণকারীদের একজনের মেয়ের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়। খবর এনডিটিভির।

স্কুলের অধ্যক্ষ অপহরণের বিষয়টি পুলিশ ও গৌতমের পরিবারকে জানান। পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে। 

পুলিশি তদন্তে জানা গিয়েছে, জোর করে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল গৌতমকে। পুলিশ ওই ছাত্রীর মামাকে আটক করেছে। পুলিশ নিখোঁজ শিক্ষকের সন্ধানে অনুসন্ধান অভিযান শুরু করার আগে গৌতমের পরিবার বুধবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শিক্ষক অপহরণ  কপাল বন্দুক বিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম