Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে খাটো নারী ছিলেন যিনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম

বিশ্বের সবচেয়ে খাটো নারী ছিলেন যিনি

বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো নারী হিসাবে পরিচিত ভারতের জ্যোতি আমগে। যার উচ্চতা মাত্র ৬২ দশমিক ৮ সেন্টিমিটার বা ২ ফুট শূন্য দশমিক ৭ ইঞ্চি। তবে আমগে নয়, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে খাটো নারী হলেন নেদারল্যান্ডসের পলিন মাস্টারস। যিনি প্রিন্সেস পাউলিন নামেই পরিচিত ছিলেন।

তার উচ্চতা ছিল ৬১ সেন্টিমিটার। ১৮৭৬ সালে জন্মের  সময় তার উচ্চতা ছিল মাত্র ৩০ সেমি. বা ১১.৮ ইঞ্চি। পলিন জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে জার্মান সম্রাট দ্বিতীয় কায়সার উইলহেম একটি ছোট গাড়ি উপহার দিয়েছিলেন। ডাচ্ রানী এমাও পলিনকে অভ্যর্থনা জানান। গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডস। 

ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম