Logo
Logo
×

আন্তর্জাতিক

শেনজেন অঞ্চলে যুক্ত হলো বুলগেরিয়া-রোমানিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ এএম

শেনজেন অঞ্চলে যুক্ত হলো বুলগেরিয়া-রোমানিয়া

ছবি: সংগৃহীত

শেনজেন অঞ্চলে আংশিকভাবে যুক্ত হলো বুলগেরিয়া ও রোমানিয়া। তবে কেবল সাগর ও আকাশপথেই বাকি শেনজেন দেশগুলোর সঙ্গে আপাতত যুক্ত হতে পারছে তারা। এখন থেকে এই পথগুলোতে দেশ দুটির নাগরিকরা বিনা ভিসাতেই শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। 

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের এক দশকের বেশি সময় পর রোববার আংশিকভাবে হলেও ইইউর অন্য সদস্যদের সঙ্গে ভিসামুক্ত শেনজেন এলাকায় যুক্ত হলো। তবে অস্ট্রিয়ার ভেটোয় স্থলপথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও সুইডেন। 

ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

সূত্র:ডয়েচে ভেলে। 

বুলগেরিয়া শেনজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম