Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতালির প্রধানমন্ত্রীকে না চিনে যে কাণ্ড ঘটালেন লেবাননের প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১০:৩১ এএম

ইতালির প্রধানমন্ত্রীকে না চিনে যে কাণ্ড ঘটালেন লেবাননের প্রধানমন্ত্রী

সফরে আসা অতিথিকে চিনতেই ভুল করলেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ইতালির প্রধানমন্ত্রী ভেবে স্বাগত জানালেন আরেক কর্মকর্তাকে। জানিয়েছে সৌদিভিত্তিক গণমাধ্যম আরব নিউজ।

বৈরুত বিমানবন্দরে ঘটে এমন কাণ্ড। দুদিনের সফরে লেবাননে যান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনায় প্রস্তুত ছিলেন মিকাতি। তখনই ঘটে বিভ্রান্তি। বিমান থেকে নেমে আসা ইতালীয় এক নারী কর্মকর্তাকেই মেলোনি ভেবে করমর্দন ও জড়িয়ে ধরেন তিনি। ওই প্রতিনিধিকে পাশে নিয়ে উল্টো ফিরে যাচ্ছিলেন তিনি। আরেক কর্মকর্তা ভুল ধরিয়ে দেওয়ার পর আবার ঘুরে দাঁড়ান প্রধানমন্ত্রী মিকাতি।

এর পর বিমানের দরজায় উঁকি দিয়ে তাকান মেলোনির দিকে। হাসিমুখেই অবশ্য পরিস্থিতি সামলে নেন লেবানিজ প্রধানমন্ত্রী। অভিবাদন জানান মেলোনিকে। মেলোনিও তার উষ্ণ অভ্যর্থনার জবাব দেন।

ইতালি লেবানন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম