Logo
Logo
×

আন্তর্জাতিক

বিহারে বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

বিহারে বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ১৯ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। 

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বজ্রপাতসহ ভারি বৃষ্টি এবং বজ্রঝড় রাজ্যের ১০ জেলাকে প্রভাবিত করেছে।

বৃষ্টির সময় বজ্রপাতে খেতে কাজ করা এবং গাছের নিচে আশ্রয় নেওয়া লোকগুলোই বেশি হতাহতের শিকার হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এসব মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৪ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। 

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জনগণকে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগের জারি করা পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আগামী ২৪ ঘণ্টায় জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে বিহারের উত্তর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-মধ্য অংশে বজ্রপাত এবং বজ্রসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বজ্রপাতে শত শত মানুষের মৃত্যু হয়।

ভারত বিহার বজ্রপাত মানুষের মৃত্যু প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম