Logo
Logo
×

আন্তর্জাতিক

মুজাফফরাবাদে জিপ খাদে পড়ে নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

মুজাফফরাবাদে জিপ খাদে পড়ে নিহত ১৩

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে একটি জিপ খাদে পড়ে ১৩ যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।

বুধবার জেলার দেবলিয়ানে এক পাহাড়ি সড়কে এ দুর্ঘটনায় ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

জেলার উদ্ধারকারী দল খবরটি নিশ্চিত করে জানিয়েছে, মৃতদেহ ও আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশু, চারজন নারী ও ৬ জন পুরুষ যাত্রী ছিলেন বলেও জানানো হয়।

পাকিস্তানে বর্ষা মৌসুম শুরু হয়েছে। বুধবার মিরপুর, মংলা এবং চাকসোরিসহ আজাদ কাশ্মিরজুড়ে প্রবল বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টির পানির স্রোত তাপমাত্রা কমিয়ে আবহাওয়াকে মনোরম করলেও এতে কিছু কিছু জায়গায় ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে। আর এর ফলেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। সূত্র: সামা টিভি

আজাদ কাশ্মীর মুজাফফরাবাদ জিপ খাদে পড়ে নিহত প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম