Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসমাইল হানিয়াকে হত্যা

যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিল তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০১:৪১ পিএম

যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিল তুরস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলের অপরাধের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরো নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরাইল শান্তির সম্ভাবনাকে হত্যা করেছে। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা আইএমকে হত্যা করে শান্তি নষ্ট করেছে। 

বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশ ভাষণে এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

কংগ্রেসে দেওয়া ভাষণসহ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে ফিদান বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রেখেছেন। আমি মনে করি নেতানিয়াহু এই বিষয়টি খুব ভালভাবে জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে জিম্মি করেছেন। 

হামাসপ্রধান হানিয়ার জানাজা আজ, ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা

তিনি বলেন, ইসরাইল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না। 

উল্লেখ্য, হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন, যেখানে তিনি ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বহু বছর ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির রাজনৈতিক অভিযানের নেতৃত্ব দেওয়া হানিয়া রাত ২টার দিকে রকেটের আঘাতে নিহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম