Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রই ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি, হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

যুদ্ধক্ষেত্রই ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি, হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে ইহুদিবাদীদের বাধ্য করার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিশ্রুতিবদ্ধ। একমাত্র যুদ্ধক্ষেত্রই চলমান এই আগ্রাসনের অবসান ঘটাতে পারে। 

বুধবার (৬ নভেম্বর) হিজবুল্লাহর মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো তিনি প্রকাশ্যে ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল-আরাবিয়া নিউজের।

ভাষণে শেখ নাঈম কাসেম বলেন, ইসরাইলের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পৌঁছাতে না পারে।

তিনি সুস্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান এই সংঘাতের অবসান ঘটানোর ব্যাপারে হিজবুল্লাহ মোটেই ভরসা করছে না। আমরা মার্কিন নির্বাচনের ওপর ভরসা করি না। সেখানে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস বিজয়ী হলো তা নিয়ে আমাদের কিছু আসে যায় না। এর বিপরীতে হিজবুল্লাহ সামরিক উপায়ে এই সংঘাতের ফলাফল নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে। 

শেখ নাঈম কাসেম বলেন, এ ধরনের সংঘাতের জন্য হিজবুল্লাহ ২০০৬ সালের জুলাই মাসের যুদ্ধের পর থেকে প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ তার যোদ্ধাদের জন্য প্রশিক্ষণ, অস্ত্র, এবং অভিযানের সক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা চালিয়ে আসছে। 

হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, প্রতিরোধ, শক্তি, প্রস্তুতি এবং সহনশীলতার মাধ্যমে আমরা ইসরাইলের ওপর বিজয়ী হবো। আমাদের অভিধানে আছে শুধুমাত্র ধৈর্য, সহনশীলতা এবং বিজয় না আসা পর্যন্ত ময়দানে টিকে থাকা।

লেবানন ইসরাইল হিজবুল্লাহ

ঘটনাপ্রবাহ: লেবানন ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম