Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

গাজায় পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের নামে নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে সোমবার পাল্টা হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে। খবর টাইমস অব ইসরাইলের।

গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সেনার মোট সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার উত্তর গাজায় যুদ্ধে নিহত চার ইসরাইলি সেনারা হলেন- কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার আসুলিন (২১, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু (২০)।

অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। 

সেখানে ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল।

ফিলিস্তিন গাজা ইসরাইল

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম