Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করল পোল্যান্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

নেতানিয়াহুর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করল পোল্যান্ড

পোল্যান্ড সরকার বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করেছে যাতে সিনিয়র ইসরাইলি কর্মকর্তাদের পোল্যান্ডে মুক্তভাবে ভ্রমণের নিশ্চয়তা দেওয়া হয়েছে।  

এই পদক্ষেপের অধীনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ অন্যান্য কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

আগামী ২৭ জানুয়ারি জার্মান নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী অনুষ্ঠিত হবে। তাতে ইসরাইলি কর্মকর্তাদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ‘পোলিশ সরকার ইসরাইলের নেতাদের ২০২৫ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠানে নিরাপদ অংশগ্রহণকে ইহুদি জাতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে বিবেচনা করে, যাদের লাখ লাখ সন্তান ও কন্যা তৃতীয় রাইখের পরিচালিত হলোকাস্টের শিকার হয়েছিল।’

আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে পোল্যান্ডের দায়িত্ব হলো তাদের মাটিতে পা রাখলে গ্রেফতারি পরোয়ানা থাকা সন্দেহভাজনদের আটক করা। তবে আইসিসির নিজস্ব গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম