Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবে যা বলল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ এএম

ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবে যা বলল রাশিয়া

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ‘দখল’ এবং এটি পুনর্নির্মাণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রস্তাবটি (ট্রাম্পের গাজা খালির প্রস্তাব) সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর নেই। এটি যদি একটি ধারাবাহিক কর্মপরিকল্পনা হয় তবে আমাদের কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে।  সেখানে প্রায় ১.২ মিলিয়ন ফিলিস্তিনি বাস করে- এটাই মূল সমস্যা। ’

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনে ওই বাসিন্দাদের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 

পেসকভ আরও বলেন, এরকম অনেক প্রশ্ন রয়েছে। আমরা এখনও বিস্তারিত জানি না। আমাদের ধৈর্য ধরতে হবে। 

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।    

তবে তিনি স্পষ্ট করেননি, এই কর্মসংস্থান কার জন্য হবে, কারণ তিনি একইসঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন।    

ট্রাম্পের এই প্রস্তাবটি ফিলিস্তিন, আরব রাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশ থেকে ব্যাপক নিন্দার মুখোমুখি হয়েছে।

রাশিয়া ডোনাল্ড ট্রাম্প গাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম