Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরাইলের একটি জাহাজ আটক করেছে। শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরাইলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন।

এর আগে শনিবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে’।

এদিকে এ বিষয়ে ইসরাইলের তরফ থেকে এখনো কনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

তবে ইরানের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: মেহের নিউজ

ইরান ইসরাইল জাহাজ আটক

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম