Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের মারাত্মক হামলায় নিহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

গাজায় ইসরাইলের মারাত্মক হামলায় নিহত ৯

গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, বেইত লাহিয়া এলাকায় দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা ইসরাইলি সৈন্যদের জন্য হুমকিস্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল। পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে। তাদের ওপর হামলা চালানো হয়।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার অভ্যন্তরে ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরাইল।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম