‘ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায়’ হামাসকে ক্ষমতা ছাড়তে বলল ফাতাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন শনিবার তাদের ইসলামিক প্রতিদ্বন্দ্বী হামাসকে গাজার ফিলিস্তিনিদের ‘অস্তিত্ব’ রক্ষা করতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
ফাতাহর মুখপাত্র মন্থির আল-হায়েক গাজা থেকে এএফপিকে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘হামাসকে গাজার জনগণ, শিশু, নারী এবং পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।’
তিনি আরও বলেন, ‘হামাসকে শাসন থেকে সরে দাঁড়াতে হবে এবং সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে যে সামনে আসা যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে যদি তারা গাজায় ক্ষমতায় থাকে’।
বিশ্লেষকরা বলছেন, এটি ফিলিস্তিনিদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ফাতাহর আহ্বান হামাসের প্রতি একটি তীব্র সতর্কতা, যেখানে তারা গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর জন্য বলছে, যাতে ফিলিস্তিনিদের অস্তিত্ব সুরক্ষিত থাকে। এটি শুধুমাত্র রাজনৈতিক একটি চ্যালেঞ্জ নয়, বরং মানবিক একটি প্রশ্নও বটে। গাজার জনগণের যন্ত্রণা এবং অনিশ্চিত ভবিষ্যৎ যেন আরও দীর্ঘস্থায়ী না হয়, সেজন্য তাদের নেতৃত্বের মধ্যে ঐক্য এবং সমঝোতার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠছে।
তবে, এই আহ্বান সফল হলে, তা ফিলিস্তিনিদের জন্য একটি নতুন দিশা এবং সম্ভাবনা সৃষ্টি করতে পারে, কিন্তু এতে দুটি পক্ষের মধ্যে আরও আলোচনা এবং সমঝোতা প্রয়োজন।
এছাড়া হামাসের জন্য, গাজা অঞ্চলের শাসনকে তাদের আন্দোলনের অস্তিত্ব এবং রাজনৈতিক পরিচয়ের মূল হিসেবে দেখা হয়। তারা একাধিকবার তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ফাতাহর আহ্বান তাদের অবস্থানকে দুর্বল করতে পারে। এর ফলে, হামাসের পক্ষ থেকে আপস বা ক্ষমতা ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে মনে হয়।
