Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের খবর উড়িয়ে দিল ইসলামাবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের খবর উড়িয়ে দিল ইসলামাবাদ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বলে এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান জানান, পাকিস্তান সরকার এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকার পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন লক্ষ্য করেছে। এ প্রসঙ্গে স্পষ্ট করা হচ্ছে যে, পাকিস্তানি পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি ইসরাইল ভ্রমণের জন্য বৈধ নয়। তাই বর্তমান নিয়ম অনুযায়ী এমন কোনো সফর সম্ভব নয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইল সম্পর্কে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেয় না এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে। এর মধ্যে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।  

পাকিস্তান জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার আলোকে ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি তার অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে, বিবৃতির শেষে উল্লেখ করা হয়।  

এর আগে জেরুজালেম পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, পাকিস্তানি সাংবাদিকদের একটি দল ইসরাইল সফর করেছে এবং সেখানে গিয়ে হলোকাস্ট ও ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রচলিত বর্ণনার চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ইসরাইল সফর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম