Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্চ থেকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ এএম

মার্চ থেকে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২৩

ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।  দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সবশেষ আপডেটে সোমবার (১৪ এপ্রিল) ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছে।  এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।  সামরিক স্থাপনা ধ্বংসসহ বহু সেনা নিহত হয়েছেন। 

এর আগে রোববার সানা প্রদেশে একটি সিরামিক কারখানা লক্ষ্য করে মার্কিন হামলায় ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘আমরা আমেরিকান প্রশাসনকে বেসামরিক গণ্যমান্য ব্যক্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য এবং অবকাঠামো, শিল্প স্থাপনা এবং বেসামরিক কর্মকর্তাদের ওপর সরাসরি এবং বারবার বোমাবর্ষণের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি। ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, মার্কিন সামরিক বাহিনীর প্রতিদিনের হামলায় হুথিদের ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হবে। 

ওয়াশিংটন বলেছে, তাদের অভিযানের লক্ষ্য লোহিত সাগরে ইসরাইলের বিরুদ্ধে হুথিদের আক্রমণ এবং জাহাজ চলাচল বন্ধ করা।

তবে, ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ ন হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম