Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে আইইডি বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম

পাকিস্তানে আইইডি বিস্ফোরণে ৩ পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।  এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।  খবর দ্য ডনের। 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি কালাত যাচ্ছিল। যাত্রাপথে শামসাবাদ এলাকায় সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। ’

বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন সদস্য শহিদ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বলা হয়েছে ১৬। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

শহীদ রিন্দ বলেন, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান বেলুচিস্তান সরকারের এই মুখপাত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম