Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি চুক্তিতে সম্ভাবনার ইঙ্গিত

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বিষয়টি অবহিত একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৪ সালের শুরুর দিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে রাশিয়া। সেই সময় থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছেন।

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তিচুক্তির প্রচেষ্টা যদি অতিমাত্রায় জটিল হয়ে পড়ে, তাহলে ‘আমরা কিছুটা পেছনে সরে দাঁড়াবো’।  

তবে তিনি স্পষ্ট করেন, সম্পূর্ণভাবে আলোচনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার নেই।

শান্তিচুক্তির জটিলতা

এই ঘটনার কয়েক দিন আগেই, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কমারসান্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি সম্ভাব্য শান্তিচুক্তির মূল বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়া সহজ হবে না।  তবে এসব বিষয় নিয়ে ‘আলোচনা চলছে’।

তিনি আরও বলেন, ‘আমরা ভালোভাবেই জানি কোন ধরনের চুক্তি পারস্পরিকভাবে লাভজনক এবং কোন ধরনের চুক্তি আমাদের আরেকটি ফাঁদে ফেলার চেষ্টা।’

এদিকে ট্রাম্প নিজেকে ‘শান্তিদূত’ হিসেবে ইতিহাসে স্মরণীয় করতে চান বললেও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার জানান, শান্তিচুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি না হলে ট্রাম্প প্রশাসন আপাতত ওই প্রচেষ্টা থেকে সরে আসবে।

গত মাসেও ট্রাম্প বলেছিলেন, ‘এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার একটি সত্যিই ভালো সম্ভাবনা রয়েছে।’ 

তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন, যেটিকে তিনি ‘খুবই ভালো ও ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছিলেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ক্রিমিয়া যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম