Logo
Logo
×

আন্তর্জাতিক

ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম

ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার

ছবি: সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানি টিকটক তারকা সামিয়া হিজাবের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। বিতর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল ফেলেছে, এটি  গোপনীয়তা, চরিত্রহনন এবং অনলাইন ব্যক্তিত্বের দুর্বলতা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনার পর ২৩ বছর বয়সি ওই টিকটকার ভিডিওটি তার নয় বলে অস্বীকার করেছেন।  তিনি বলেছেন, ‘অনলাইনে ভাইরাল ভিডিওটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ’

তার অনুসারীদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় সামিয়া বলেছেন, ‘আমি এই ভিডিওটি সম্পূর্ণরূপে অস্বীকার করছি এবং এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় আমার সুনাম নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে আমার চরিত্রকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা এবং প্রতিশোধ নেওয়ার কারণে আমার সাবেক প্রেমিক এ কাজ করেছে। ’

যদিও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি এবং জাল বলে তার দাবি করা হলেও দাবিটি সত্য কি না তা এখনো অনিশ্চিত।  কেননা ভিডিওটির সত্যতা এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।

সামিয়া তার ভক্ত এবং অনুসারীদের ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ ভিডিওটি বিশ্বাস না করার জন্য আরও অনুরোধ করেছেন।  তিনি আরও বলেছেন, তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সাইবার ক্রাইম উইং-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরসহ আইনি পদক্ষেপ নেবেন।

তথ্যসূত্র: সামাটিভি

টিকটকার পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম