Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নরওয়ের প্রধানমন্ত্রী, আলোচনা যা নিয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নরওয়ের প্রধানমন্ত্রী, আলোচনা যা নিয়ে

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের। ছবি: সংগৃহীত

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের এবং অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।  নরওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।  খবর রয়টার্সের। 

সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে,  হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে নিরাপত্তা নীতি পরিস্থিতি, ন্যাটো এবং ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি বাণিজ্য ও ব্যবসায়িক বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।

 স্টোয়ের আরও বলেছেন, নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয় শেয়ার করে।  যুক্তরাষ্ট্র নরওয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ভবিষ্যতে আমরা আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে পারি এমন ক্ষেত্রগুলো নিয়ে কথা বলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ‘

 প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন নরওয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর ১৫% শুল্ক ঘোষণা করেছে।  তবে অন্যান্য অনেক দেশের সাথে সামঞ্জস্য রেখে, ৯০ দিনের জন্য শুল্ক ১০% এ নামিয়ে আনা হয়েছে।

নরওয়ের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম