Logo
Logo
×

আন্তর্জাতিক

উড্ডয়নের আগে প্লেনে আগুন, যেভাবে রক্ষা পেলেন ২৯৪ যাত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

উড্ডয়নের আগে প্লেনে আগুন, যেভাবে রক্ষা পেলেন ২৯৪ যাত্রী

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি প্লেনে আগুন ধরে যায়। এই ঘটনার পর তাৎক্ষণিক বের হয়ে আসেন যাত্রীরা। ফলে শেষ মুহূর্তে বেঁচে ফিরেছেন তারা।

সোমবার সকালে অঙ্গরাজ্যটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, আগুন লাগার সময় প্লেনটিতেই অবস্থান করছিলেন আরোহীরা। অপেক্ষা করছিলেন উড্ডয়নের জন্য। এসময় বিমানে ২৮২ যাত্রী, ১০ কেবিন ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্লেনটির ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন। রানওয়েতে থাকা কর্মীরা উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনতে সাহায্য করছেন।

এদিকে আগুন নিভিয়ে ফেলে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ডেল্টা ফ্লাইট ক্রুরা যাত্রীদের কেবিনটি খালি করার পদ্ধতি অনুসরণ করে।

ফ্লোরিডা ডেল্টা এয়ারলাইন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম