গাজার জিম্মিদের নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:০৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ২৪ জনেরও কম ইসরাইলি জিম্মি জীবিত আছেন। বৃহস্পতিবার (১ মে) যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘(গাজায়) ৫৯ জিম্মির মধ্যে ২৪ জন জীবিত আছেন - কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যা আরও কম হবে। ’
এ সময় তিনি ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারের সুস্থতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা জানি না সে কেমন আছেন। আশা করি ইতিবাচক। ’
তিনি আরও বলেন, ‘দুই মাস আগে, আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে, সে সেখান থেকে মুক্তি পাবে। কিন্তু এখন তারা কিছুটা কঠিন হয়েছে, এটি একটি ভয়ানক বিষয়। ’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘নিউ জার্সির এক যুবক এডান ২০২২ সালে ইসরাইলে যায় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদি জনগণের ওপর নৃশংস হামলায় তাকে জিম্মি করা হয়। এখন আমি আপনাদের বলছি - এটি এমন একটি হামলা যা কখনো হতো না, এটি হয়েছে কারণ হামাসের কাছে থেকে অর্থ পেয়েছে। ’
তার ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘ইরান একটি ভেঙে পড়া দেশ। আমেরিকা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরান থেকে যারা তেল নেয়, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমতি নেই। ’
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।
হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।
তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট
