Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৫:২৩ এএম

ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

কাশ্মীরে ২৬ পর্যটক নিহতের জেরে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিক এই হামলার জবাবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এরইমধ্যে পাল্টা হামলা চালানোর কথা জানানো হয়েছে।

হামলার পর বুধবার সকালে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামা টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ তার রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাঞ্জাব পুলিশসহ সমস্ত নিরাপত্তা সংস্থাকে উচ্চ সতর্কতায় রেখেছেন। সমস্ত ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করার ঘোষণা দিয়ে তাদের অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন। সমস্ত শহরের জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সিভিল ডিফেন্স এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের তলব করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড় ধরনের ঘটনাবলীর ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আগামীকাল সুসংবাদ নিয়ে আসবে। আজ বিশ্ব যা দেখছে তা আমাদের দৃঢ় সংকল্পের লক্ষণ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানের সমর্থনে কথা বলছে। এই পরীক্ষার সময়ে এটি একটি কূটনৈতিক বিজয়।

এদিকে দেশটির একাধিক গণমাধ্যমের দাবি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এছাড়াও দুটি ভারতীয় বিমান ও একটি ভারতীয় সেনা ড্রোন ভূপাতিত করেছে পাক সেনারা।

ভারত পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম