পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৪:৪০ পিএম
ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার।
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।
তার ভাষ্য, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরাইল সমর্থন করে।’
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে পাকিস্তান দাবি করেছে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
আরও পড়ুন- কাশ্মীরে হামলার ৩ দিন আগেই জানতেন মোদি
ভারতের দাবি, তারা নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়্যেবা নামে দুটি জঙ্গি সংগঠনের ঘাঁটি। এই দুই সংগঠনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এদের বিরুদ্ধেই ভারত গত মাসে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার দায় চাপিয়েছে, যাতে ২৬ জন নিহত হন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’ অন্যদিকে পাকিস্তান বলছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়টি জায়গায় আঘাত হানা হয়েছে, তবে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না।
পাকিস্তানি সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছি, পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র। তবে আমাদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু দরকার হবে, তা আমরা করব।’
বিবিসি
