Logo
Logo
×

আন্তর্জাতিক

৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০১:১৬ এএম

৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত: পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার

ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। খবর সামা টিভির।

বৃহস্পতিবার সংসদে একটি প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পালটা হামলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।

তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে।

‘আমাদের জবাব আসবে, এবং তা খুব শীঘ্রই আসবে। এটি একটি শক্তিশালী জবাব হবে, যা বিশ্ব মনে রাখবে। ভারতের অহংকার চূর্ণ হয়েছে, এবং তারা নিজেকে অজেয় মনে করলেও এখন তারা লজ্জিত হয়েছে,’-যোগ করেন তারার।

ভারত অবশ্য এখনো তাদের কোনো সেনাসদস্যের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ভারত পাকিস্তান যুদ্ধ

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম