Logo
Logo
×

আন্তর্জাতিক

‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পাকিস্তানি অভিযানের অর্থ কী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৭:২১ এএম

‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ পাকিস্তানি অভিযানের অর্থ কী?

পাকিস্তান ভারতের হামলার যে জবাব দিচ্ছে, তার নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। 

পবিত্র কুরআনের সুরা আস-সফের চতুর্থ আয়াত থেকে শব্দটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো- সীসাঢালা প্রাচীর।

আয়াতটি হলো- ইন্নাল্ল-হা ইউহিব্বুল্লাজিনা ইউক্ব-তিলুনা ফি ছাবিলিহি সাফফান কা-আন্নাহুম বুনইয়ানুম মারসুস। এর অর্থ হলো- আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করেন, যেন তারা সীসাঢালা প্রাচীর।

আল জাজিরা জানাচ্ছে, পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে।

এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছে যে, তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তায় শত্রুর মোকাবিলা করছে।

বিশ্লেষকদের মতে, এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয়, বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

ভারত পাকিস্তান যুদ্ধ বুনইয়ানুম মারসুস

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম