Logo
Logo
×

অন্যান্য

কান চলচ্চিত্র উৎসব শুরু, গাজা ইস্যুতে নীরবতা নিয়ে বিতর্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৬:২০ পিএম

কান চলচ্চিত্র উৎসব শুরু, গাজা ইস্যুতে নীরবতা নিয়ে বিতর্ক

ফ্রান্সের রিভিয়েরায় মঙ্গলবার শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। তবে এবারের উৎসবের শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যা নিয়ে নীরবতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কান কর্তৃপক্ষ। গাজার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তাদের চাপ দিচ্ছেন বিশ্ব চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। এএফপি

বিশ্ববিখ্যাত ‘শিন্ডলার্স লিস্ট’ চলচ্চিত্রের অভিনেতা রালফ ফাইনস এবং কানের পুরস্কারজয়ী চারজন পরিচালকসহ মোট ৩৮০ জনেরও বেশি চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি একটি খোলা চিঠিতে চলচ্চিত্র শিল্পের ‘নীরবতা’ নিয়ে নিন্দা প্রকাশ করেছে।

তারা চিঠিতে বলেছেন, ‘গাজায় যখন গণহত্যা চলছে, তখন আমাদের নীরব থাকা ঠিক না।’ ফরাসি পত্রিকা ‘লিবারেশন’ ও মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ তাদের চিঠিটি প্রকাশ করেছেন। চিঠিটি প্রো-প্যালেস্টিনিয়ান অ্যাকটিভিস্টদের কয়েকটি সংগঠনের উদ্যোগে লেখা হয়েছে।

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার, সুসান সারান্ডন, স্প্যানিশ খ্যাতিমান পরিচালক পেদ্রো আলমোদোভার এবং কানের পুরস্কারজয়ী রুবেন অস্টলান্ড, মাইক লি এবং কোস্টা-গাভরাসের মতো নামকরা চলচ্চিত্র নির্মাতারা।

তারা সকলেই গাজার তরুণ ফটোসাংবাদিক ফাতিমা হাসুনার মৃত্যুর তীব্র নিন্দা জানান। ২৫ বছর বয়সি ফাতিমা একটি ডকুমেন্টারির কেন্দ্রীয় চরিত্র, যেটি বৃহস্পতিবার কানে পরিবেশিত হতে যাচ্ছে। এটির নাম ‘Put Your Soul on Your Hand and Walk’। পরিচালনা করেছেন নির্বাসিত ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি।

ডকুমেন্টারিটি ঘোষণার পরদিনই একটি ইসরাইলি বিমান হামলায় ফাতিমা ও তার পরিবারের ১০ জন সদস্য নিহত হন। 

পরিচালক কানের আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন গাজায় চলমান বিমান হামলার বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নেয়। তিনি বলেন, এই মুহূর্তে গাজা ‘মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে’ রয়েছে—যা সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কান চলচিত্র উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম