হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোটভাই ছিলেন মোহাম্মদ সিনওয়ার।
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। রোববার দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে এমন দাবি করেন তিনি।
দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বৈঠকে জানিয়েছেন, তাদের বিশ্বাস মোহাম্মদ সিনওয়ার গত সপ্তাহে নিহত হয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কিন্তু সবকিছু নির্দেশ দিচ্ছে তিনি নিহত হয়েছেন।
গত সপ্তাহে খান ইউনিসে মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলা চালায় দখলদার সেনারা। এ হামলায় হামাসের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাও প্রাণ হারিয়েছেন বলে দাবি করছে ইসরাইল। তবে এখন পর্যন্ত হামাস ও ইসরাইলি বাহিনী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোটভাই ছিলেন মোহাম্মদ সিনওয়ার। গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে গাজার রাফার তেল সুলতানে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে প্রাণ হারান ইয়াহিয়া। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের নেতৃবৃন্দের শীর্ষস্থানে চলে আসেন।
তিনি হামাসের সামরিক শাখা ছাড়াও গাজার প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন- গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে বড় অভিযান শুরু ইসরাইলের
দীর্ঘদিন হামাসের সামরিক শাখার প্রধান ছিলেন মোহাম্মদ দেইফ। গত বছরের জুলাইয়ে দেইফ নিহত হওয়ার পর প্রথমে সামরিক শাখার দায়িত্ব পান মোহাম্মদ সিনওয়ার। এরপর তার ভাই ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তিনি পুরো গাজার দায়িত্ব পান।
দখলদার ইসরাইলের কর্মকর্তাদের দাবি, মোহাম্মদ সিনওয়ারের কারণে জিম্মিচুক্তি ও যুদ্ধবিরতি আটকে আছে।
