Logo
Logo
×

আন্তর্জাতিক

বেলজিয়ামের ‘ভবিষ্যৎ রানি’ সম্পর্কে যা জানা গেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৮:৩০ পিএম

বেলজিয়ামের ‘ভবিষ্যৎ রানি’ সম্পর্কে যা জানা গেল

প্রিন্সেস এলিজাবেথ। ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাসাচুসেটস ক্যাম্পাসে ২০২৪ সালে শুরু হয় এক নতুন অধ্যায়। শুধু একজন মেধাবী শিক্ষার্থী হিসেবেই নন বরং একজন ভবিষ্যৎ রাজরানির আগমন ঘটে সেখানে। তিনি আর কেউ নন, প্রিন্সেস এলিজাবেথ— বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী।

২০২৪ সালের ২৫ অক্টোবর ২৩ বছরে পা দেওয়া এলিজাবেথ গত সেপ্টেম্বর থেকে পাবলিক পলিসিতে দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম শুরু করেছেন হার্ভার্ড কেনেডি স্কুলে। যুক্তরাষ্ট্রে হয়তো এখনো খুব একটা পরিচিত নন তিনি। তবে ইউরোপের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইতিহাস গড়তে চলেছেন এলিজাবেথ।

রাজপরিবারের সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজকীয় আনুষ্ঠানিকতা ছেড়ে তিনি একেবারে সাধারণ শিক্ষার্থীর মতো—জিন্স ও স্লিভলেস টপ পরে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন।

ম্যাসাচুসেটস ক্যাম্পাসে এলিজাবেথ... 

রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডের জ্যেষ্ঠ কন্যা এলিজাবেথ ডাচেস অব ব্রাবান্ট উপাধি ধারণ করেন এবং তিনিই বেলজিয়ামের রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী। একদিন তিনিই হবেন বেলজিয়ামের প্রথম রানি (Queen regnant), যা হবে দেশটির রাজকীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শিক্ষাজীবন ও প্রস্তুতি

হার্ভার্ডে পড়াশোনার আগে এলিজাবেথ ২০২৪ সালের জুলাইয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরও আগে ২০২০ সালে তিনি ওয়েলসের ইউডব্লিউসি আটলান্টিক কলেজ থেকে ইন্টারন্যাশনাল ব্যাচেলরিয়েট সম্পন্ন করেন।

তার শিক্ষাজীবনের শুরু হয়েছিল ব্রাসেলসের ডাচভাষী Sint-Jan Berchmans কলেজে। এরপর তিনি ইয়েল ইউনিভার্সিটির ইয়ং গ্লোবাল স্কলার্স প্রোগ্রামেও অংশ নেন।

কেবল একাডেমিক নয়, রাজকীয় দায়িত্বের প্রস্তুতি হিসেবেও প্রিন্সেস এলিজাবেথ ব্যতিক্রমী। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তিনি বেলজিয়ামের রয়্যাল মিলিটারি একাডেমিতে এক বছর প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়াও তিনি চারটি ভাষায় পারদর্শী—ডাচ, ফরাসি, জার্মান এবং ইংরেজি।

ভাইদের সঙ্গে এলিজাবেথ... 

রাজদায়িত্ব ও ব্যক্তিজীবন

যদিও এখন তিনি বিদেশে পড়াশোনায় ব্যস্ত, এলিজাবেথ নিয়মিত বেলজিয়ামে ফিরে আসেন এবং জনজীবনে সক্রিয় অংশগ্রহণ করেন। কখনো একা, কখনো বা তার বাবা রাজা ফিলিপ ও পরিবারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

বেলজিয়াম রাজপরিবারের ওয়েবসাইট অনুযায়ী, ‘তিনি খুবই খেলাধুলাপ্রিয়—স্কিইং, রোয়িং ও নৌকা চালাতে পছন্দ করেন। প্রকৃতির মাঝে হাঁটতে এবং থাকতে খুব ভালোবাসেন’।

২০০১ সালে জন্ম নেওয়া এলিজাবেথ তার বাবা-মার চার সন্তানের মধ্যে সবার বড়। বেলজিয়ামে উত্তরাধিকার আইন পরিবর্তিত না হলে, তার ছোট ভাই গ্যাব্রিয়েল সিংহাসনের উত্তরাধিকারী হতেন। কিন্তু আইন পরিবর্তনের ফলে এখন এলিজাবেথই রাজমুকুটের যোগ্য উত্তরসূরি। সূত্র: বেলজিয়াম রাজপরিবারের ওয়েবসাইট ও এনডিটিভি

হার্ভার্ড প্রিন্সেস এলিজাবেথ বেলজিয়াম ভবিষ্যৎ রানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম