Logo
Logo
×

আন্তর্জাতিক

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে যা জানা গেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:১০ পিএম

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে যা জানা গেল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ছবি: সংগৃহীত

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পঞ্চম দফার আলোচনা আগামী শুক্রবার (২৩ মে) ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ ঘোষণা দেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএরএনএ। 

ইতালির রাজধানী রোমে শুক্রবার ইরান-যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনার জন্য ওমানের প্রস্তাব এবং পরামর্শের কথা উল্লেখ করে ইসমাইল বাকাই বলেছেন, ইরান এই প্রস্তাবে সম্মত হয়েছে।

আরও পড়ুন: পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘কড়া বার্তা’ খামেনির

বাকাই বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের আলোচনাকারী দল ইরানি জাতির শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি, সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ, লাভবান হওয়ার সর্বোচ্চ অধিকার এবং স্বার্থ অনুসরণে দৃঢ় এবং অবিচল।  এই বিষয়ে কোনও প্রচেষ্টা বা উদ্যোগ তারা ছাড়বে না।

এর আগে রোববার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষ থেকে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ।

ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে উভয় পক্ষই ‘অগ্রগতিশীল’ বলে বর্ণনা করেছে। আলোচনার মূল বিষয় ছিল—

ইরানের পারমাণবিক কর্মসূচি,

২০১৫ সালের চুক্তির বিকল্প সম্ভাব্য সমঝোতা এবং 

যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় আলোচনা শেষ, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার ফলাফল নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ‘কড়া বার্তা’ দিয়ে বলেছেন, ‘আমাদের কোনো ইস্যুতে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করি না’।

পরমাণু ইস্যু যুক্তরাষ্ট্র ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম