Logo
Logo
×

আন্তর্জাতিক

আস্থা অর্জনে বিদেশে দল পাঠাল মোদি সরকার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:৫৩ পিএম

আস্থা অর্জনে বিদেশে দল পাঠাল মোদি সরকার

অপারেশন সিঁদুর নিয়ে নিজেদের অবস্থান জানানো ও পাকিস্তানের বিরুদ্ধে নালিশ দিতে বিশ্বের বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। 

এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও জাপানে পৌঁছেছে ভারতের বহুদলীয় একটি প্রতিনিধি দল।

জাপানে যাওয়া প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন জনতা দল ইউনাইটেডের সংসদ সদস্য সঞ্জয় ঝা। ওই প্রতিনিধি দলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। অন্যদিকে আমিরাতে যাওয়া দলটির নেতৃত্বে রয়েছেন শিবসেনা সংসদ সদ্য শ্রীকান্ত শিন্দে।

জাপান রওনা হওয়ার আগে সঞ্জয় ঝা বলেন, সন্ত্রাসবাদে মদদ দেওয়া নিয়ে বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়াই তার টিমের কাজ।

অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একাধিক প্রতিনিধি দল বিশ্বের নানান দেশ সফরের কথা রয়েছে। 

সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দলে তৃণমূলের অভিষেকের পাশাপাশি রয়েছেন বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, ব্রিজ লাল, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ জোশী। এছাড়া সিপিএমের জন ব্রিটাস, কংগ্রেস নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং সাবেক রাষ্ট্রদূত মোহন কুমারও ওই প্রতিনিধি দলে রয়েছেন।

জাপান ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফর করবে এ প্রতিনিধি দলটি।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, শিন্দের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার আবুধাবিতে আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আহমেদ মির খুরির সঙ্গে সাক্ষাৎ করে।

এদিকে ভারতে বিরোধী দলগুলোর দাবি ছিল, পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার। সেই দাবি আমলে না নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার।

এসব দল বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশে যাবেন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নিরলস সংগ্রাম এবং অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন। 

আন্তসীমান্ত ‘সন্ত্রাস’ মোকাবিলা ভারতকে কীভাবে করতে হচ্ছে, তা বোঝানোর পাশাপাশি প্রতিনিধিরা সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের ‘যোগসাজশ’ তুলে ধরবেন। 

অপারেশন সিঁদুর ভারত

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম