Logo
Logo
×

আন্তর্জাতিক

ইইউ পণ্যে ৫০% শুল্ক স্থগিত, ৯ জুলাই পর্যন্ত সময় দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:১৭ পিএম

ইইউ পণ্যে ৫০% শুল্ক স্থগিত, ৯ জুলাই পর্যন্ত সময় দিলেন ট্রাম্প

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গে করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি থেকে আপাতত সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াশিংটন ও ইইউ-ভুক্ত ২৭টি দেশের মধ্যে চুক্তির আলোচনার সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছিলেন, ১ জুন থেকে এই শুল্ক কার্যকর হবে, কারণ তিনি মনে করেন ইউরোপের সঙ্গে বাণিজ্য আলোচনা যথেষ্ট দ্রুতগতিতে এগোচ্ছে না। এতে বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং চলমান বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হয়।

তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রোববার ট্রাম্পকে ফোনে জানান, চুক্তিতে পৌঁছাতে ইইউর আরও সময় প্রয়োজন।  তিনি অনুরোধ করেন, যেন ট্রাম্প তার এপ্রিল মাসে নির্ধারিত মূল সময়সীমা ৯ জুলাই পর্যন্ত সময় দেন। ট্রাম্প সেই অনুরোধ মেনে নেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের মধ্যে খুব ভালো কথা হয়েছে, তিনি (ভন ডার লায়েন) বললেন, দ্রুত একসঙ্গে বসে সমাধানের চেষ্টা করতে চাই। আমি রাজি হয়েছি।

এ নিয়ে ভন ডার লায়েন এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, আমাদের ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। ইউরোপ দ্রুত ও দৃঢ়ভাবে আলোচনায় অগ্রসর হতে প্রস্তুত। একটি ভালো চুক্তির জন্য আমাদের ৯ জুলাই পর্যন্ত সময় প্রয়োজন।

এই ঘোষণার পর ইউরো ও মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হয় ইয়েন ও সুইস ফ্রাঁকের বিপরীতে।

এর আগে এপ্রিল মাসে ট্রাম্প ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন, যার মেয়াদ শেষ হওয়ার কথা ৯ জুলাই।  তবে শুক্রবার তিনি বলেন, আমি কোনো চুক্তি খুঁজছি না, ৫০ শতাংশ শুল্কই এখন আমার সিদ্ধান্ত।

এর ফলে মার্কিন ও ইউরোপের শেয়ারবাজারে ধস নামে এবং ডলারের মানও কমে যায়।

ইউরোপীয় ইউনিয়ন ইইউ পণ্যে শুল্ক স্থগিত ডোনাল্ড ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম