ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৬:৪৪ পিএম
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চান বলে পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের দ্বিচারিতা নেই।
ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ম্যাক্রোঁ বলেন, ‘কেবল একটি রাজনৈতিক সমাধানই ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে’।
তিনি আরও জানান, ‘সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেওয়া এবং একইসঙ্গে ইসরাইল রাষ্ট্রের স্বীকৃতি ও এ অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারের স্বীকৃতি জোরদার করা’।
ফরাসি প্রেসিডেন্টের এসব কথা এমন এক সময়ে এলো, যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন।
এদিকে কূটনীতিক ও বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছেন—যা ইসরাইলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে।
এ অবস্থায় ইসরাইল হুমকি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীরসহ পুরো গাজা দখল করে নেবে তারা।
এদিকে গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন নিহত হয়েছেন। যা নিয়ে গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৪,০৮৪ জনে পৌঁছেছে।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
