Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:২১ পিএম

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসে একটি মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে। নিহত সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বহন করা বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়।

সংস্থাটি বলছে, দুর্ঘটনার পর কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন। 

উদ্ধারকর্মীরা জানান, বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল হতাহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য রেখে ফাহমি এ ঘটনাকে একটি বিরাট ক্ষতি বলে বর্ণনা করেছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মৃত্যু ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম