Logo
Logo
×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৩৪ এএম

লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি

ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস শহরের নির্দিষ্ট এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছেন।

মেয়র ব্যাস বলেন, ‘কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে।’

কারফিউ কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও জানান তিনি।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, ‘টানা কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় জীবন ও সম্পদ সুরক্ষায় এ কারফিউ অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা। শনিবার থেকে শহরে অবৈধ ও বিপজ্জনক আচরণ উদ্বেগজনকভাবে বেড়েছে।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ ও ‘জন্তুর’ সঙ্গে তুলনা করেছেন। মঙ্গলবার উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাবাহিনীর সদস্যদের সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সেনারা কিছু ক্ষেত্রে করতালি ও উল্লাসে সাড়া দেন।

লস অ্যাঞ্জেলেসে মার্কিন মেরিন সেনাদের মোতায়েনে একদিন পরই ট্রাম্পের এ মন্তব্য আসে। ইতিমধ্যে শহরের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকেও মোতায়েন করা হয়েছে।

পেন্টাগনের বিধি অনুযায়ী, সেনাবাহিনীকে রাজনৈতিক নিরপেক্ষ থাকতে বলা হলেও এ ঘটনাটি সেই নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। ফোর্ট ব্র্যাগের একজন মুখপাত্র জানান, প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সেনাদের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বেসামরিক অস্থিরতা মোকাবেলায় তিন দশকের মধ্যে এ প্রথমবারের মতো সক্রিয় সেনা (মেরিন) মোতায়েন করা হলো।

স্থানীয় নির্বাচিত কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে বিক্ষোভ আরও তীব্র করেছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারকের কাছে অনুরোধ জানান যাতে ন্যাশনাল গার্ড বা মেরিন সেনাদের আইনশৃঙ্খলা কাজে ব্যবহার রোধ করা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম