Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৬ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৬ শতাংশ

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়েছে। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অর্থাৎ, এ তিন মাসে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ছয় শতাংশ। যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ওএনএসের তথ্য মতে, আগের তিন মাসের চেয়ে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বেকারত্বের হার বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ। এপ্রিলের বেকারত্বের হার পূর্ভাবাসকে ছাড়িয়ে গেছে।

এপ্রিলের শেষ নাগাদ যুক্তরাজ্যে ১৬ লাখ মানুষ বেকার ছিলেন।

বেকারত্বের হার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থানও। শূন্য দশমিক এক শতাংশ বেড়ে মোট কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ দশমিক এক শতাংশ। এর মানে যুক্তরাজ্যে তিন কোটি ৪০ লাখ লোক বর্তমানে কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম