Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের ইতিহাসে যত প্রাণঘাতী বিমান দুর্ঘটনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

ভারতের ইতিহাসে যত প্রাণঘাতী বিমান দুর্ঘটনা

টেকঅফের আগে এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনায় আদানি পরিচালিত বিমানবন্দরের অভ্যন্তরে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আহমেদাবাদ বিমানবন্দরে টেকঅফের আগে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়।  

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক দশকগুলোতে ভারতে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার বিবরণ নিচে দেওয়া হলো:

অগাস্ট ২০২০

দক্ষিণ ভারতের কোঝিকোড় শহরে প্রবল বৃষ্টির মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমান রানওয়ে থেকে ছিটকে সামনের দিক দিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হন এবং ১৬ জন গুরুতর আহত হন।

মে ২০১০

দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ বিমান দক্ষিণ ভারতের ম্যাঙ্গালুরু বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ওই বিমানে থাকা ১৫৮ আরোহীর সবাই নিহত হন।

জুলাই ২০০০

কোলকাতা থেকে রাজধানী নয়াদিল্লিগামী রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালায়েন্স এয়ারের একটি ফ্লাইট ভারতের পূর্বাঞ্চলীয় শহর পাটনার আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ৫০ জনেরও বেশি প্রাণ হারান। সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম