Logo
Logo
×

আন্তর্জাতিক

তেহরানে একাধিক বিস্ফোরণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৫:৩৫ এএম

তেহরানে একাধিক বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার রাত ও মঙ্গলবার মধ্যরাতে দখলদার ইসরাইলকে লক্ষ্য করে দুই দফা মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। 

এর কিছুক্ষণ পরই দেশটির রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বার্তাসংস্থা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ সক্রিয় করা হয়েছে। 

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজও একই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এ মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। 

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পূর্ব পাশে।

এছাড়া মধ্য ইরানের নানতাজেও আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়েছে। সেখানে দেশটির অন্যতম বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। গত শুক্রবার ইরান এখানে হামলা চালিয়েছিল।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশের বিভিন্ন স্থানে সতর্ক সংকেত (সাইরেন) বেজে উঠেছে। নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।

নতুন হামলা সম্পর্কে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’- এর নবম ধাপের হামলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। যা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। 

তিনি বলেছেন, আমরা ইহুদিবাদীদের শান্তি ও স্থিতিশীলতায় থাকতে দেব না।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম