Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৪২ পিএম

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতীকী ছবি।

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।মঙ্গলবার (১৭ জুন) এ ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। পদক্ষেপটি  যুক্তরাজ্যের সঙ্গে ইউক্রেনের অন্যান্য মিত্রদের যৌথ উদ্যোগে নেওয়া হচ্ছে।  খবর বিবিসির। 

স্টারমার জানান, এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রমে চাপ সৃষ্টি করবে এবং ভ্লাদিমির পুতিনকে বোঝাবে যে, শান্তির প্রতি আন্তরিকতা দেখানো এখন রাশিয়ার স্বার্থেই।

তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে না। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার ‘বিরেধিতা’ করে বলেন, নতুন নিষেধাজ্ঞা ‘আমাদের অনেক খরচ করায়’। 

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার সামরিক শিল্পে চাপ সৃষ্টি করবে। তবে ঠিক কোন খাতে বা কাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।

স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘জি-৭ সম্মেলনে আমরা সবাই মিলে এমন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ চূড়ান্ত করছি, যা রাশিয়ার জ্বালানি আয়ের উৎস বন্ধ করবে এবং অবৈধ যুদ্ধ চালানোর অর্থের জোগান কমাবে। ’

তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো, সব তাস রাশিয়ার হাতে নেই। ’

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে কিয়েভে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। বিভিন্ন আবাসিক ভবনে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম