Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেমের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০২:২০ এএম

ইরানের পাশে থাকার ঘোষণা হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেমের

হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাশেম। ফাইল ছবি

ইরানকে লক্ষ্য করে ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম। এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, ইরানের প্রতি তাদের সমর্থন অবিচল এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না।

শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধেই এক ধরনের আগ্রাসন।

যদিও ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনের শুরু থেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি। গত বছর ইসরাইলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর থেকে লেবাননের ফ্রন্ট নিষ্ক্রিয়ই রয়েছে।


তবে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘আমরা, হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলন, ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার শত্রুতা ও ক্যান্সারের মতো টিউমার ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা নিরপেক্ষ নই।’

নাঈম কাশেমের বিবৃতিতে হিজবুল্লাহর সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিতও রয়েছে। তিনি বলেন, ‘আমেরিকা ও ইসরাইলের এই ঘৃণ্য আগ্রাসনের মোকাবিলায় হিজবুল্লাহ যা যথাযথ মনে করবে, সেই অনুযায়ী কাজ করবে।’

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম