সাবেক ইরানি কমান্ডার
ইরানে হামলা চালিয়ে ইসরাইল গুরুতর ভুল করেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইল ইরানে হামলা করে গুরুতর ভুল করেছে এবং এখন মারাত্মক হামলার মুখে নিজেকে সংকটে ফেলেছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার এবং বর্তমানে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর বার্তা সংস্থা মেহের’র।
টেলিভিশন সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, ‘ইসরাইলি সরকার ধরে নিয়েছিল যে বেশ কয়েকজন শীর্ষ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করে তারা ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দেবে। কিন্তু তা ঘটেনি; বরং নেতার নির্দেশে সমস্ত কার্যক্রম শক্তির সঙ্গে এগিয়ে যাচ্ছে। ’
তিনি বলেন, ‘ইসরাইলিরা ভেবেছিল যে তারা লেবানন ও সিরিয়ায় ইরানি মিত্রদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে (তাদের পরাজিত করেছে) এবং তাদের আকাশপথে শ্রেষ্ঠত্ব রয়েছে। তাদের সাইবার ক্ষমতা এবং ইরানে তাদের অনুপ্রবেশের ওপর তাদের আস্থা ছিল। তারা ভেবেছিল যে (ইসমাইল) হানিয়া এবং ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে তাদের সামনের কাজ সহজ হবে। তাদের ‘আয়রন ডোম’-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও পূর্ণ আস্থা ছিল, যা আপনি দেখেছেন ইরানের সামরিক বাহিনী কী করতে পারে।’
মোহসেন রেজাই আরও বলেন, ‘ইসরাইলি নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের সহায়তা করতে অথবা কোনওভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বলেছেন।’
তিনি বলেন, ‘তারা (ইসরাইল)একটি সংকটে জড়িয়ে পড়েছে।যুদ্ধে আমাদেরই প্রাধান্য রয়েছে। তবে ইসরাইলের শাস্তি এখনো পুরোপুরি কার্যকর করা হয়নি।’
সাবেক এই কমান্ডার বলেন, ‘পরবর্তী হামলাগুলো অবশ্যই যথেষ্ট শক্তিশালী হতে হবে, যাতে প্রতিরোধ তৈরি হয় এবং ইরানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।
