Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পালটা হুঁশিয়ারি হিজবুল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রকে পালটা হুঁশিয়ারি হিজবুল্লাহর

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম।ছবি: টাইমস অব ইসরাইল

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এক ঘোষণায় বলেছেন, ইসরাইল-ইরান সংঘাতে হিজবুল্লাহ ‘নিজ সিদ্ধান্ত অনুযায়ী’ পদক্ষেপ নেবে এবং তারা এ সংঘাতে ‘নিরপেক্ষ নয়’।

শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে কাসেম বলেন, ‘এই যুদ্ধ হচ্ছে একটি নৃশংস ইসরাইলি-মার্কিন আগ্রাসন এবং হিজবুল্লাহ এতে নিরপেক্ষ ভূমিকা নেবে না।’

তার এ বক্তব্য এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হিজবুল্লাহকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে পারি—এটা (যুদ্ধে ইরানের সমর্থন) যদি তারা করে, তাহলে সেটা হবে খুব, খুব, খুব খারাপ সিদ্ধান্ত।”

হিজবুল্লাহ অতীতে একাধিকবার ইসরাইলের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়েছে। ইরানের শক্তিশালী মিত্র সশস্ত্র এই গোষ্ঠীটি মূলত ইসরাইলের অস্তিত্বই স্বীকার করে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলসহ বহু দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

তবে চলমান ইসরাইল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি ও হিজবুল্লাহর পাল্টা অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।সূত্র: বিবিসি

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম