আইআরজিসির দ্বিতীয় শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরাইলের দিকে শত শত ড্রোন হামলার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত আমিন পুর জোধখি নামের ওই কমান্ডারকে টার্গেট করে হামলা চালায় ইসরাইল। হামলায় তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত ১৩ জুন আইআরজিসির ড্রোন ইউনিটের আরেক শীর্ষ নেতা তাহার ফুরকে হত্যা করা হয়। আর তার মৃত্যুর পর জোধখি এই কমান্ডের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
এই হত্যাকাণ্ড ইসরাইলের চলমান সেই কৌশলেরই অংশ, যার মাধ্যমে তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে প্রতিহত করার চেষ্টা করছে — বিশেষ করে এমন সামরিক সক্ষমতা, যা অঞ্চলজুড়ে হুমকি তৈরি করতে পারে।
যদিও এখনো এ হামলা বা আমিন পুর জোধখির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান।
প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে পারমাণবিক
স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা
হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

