Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

‘ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখেছেন ট্রাম্প’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:০১ এএম

‘ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখেছেন ট্রাম্প’

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লিখেছেন বলে মন্তব্য করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি এ মন্তব্য করেন। 

এক্স পোস্টে গিডিয়ন বলেন, ট্রাম্প তার ‘সাহসী সিদ্ধান্তের’ জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন। 

একই সঙ্গে, ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও কৃতিত্ব দিয়েছেন সা’র।  তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘ঐতিহাসিক পদক্ষেপ’ পরিচালনা করেছিলেন। 

শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত ৮ দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে।’

তিনি বলেন, ‘মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন ও এখন পর্যন্ত সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো।’

সূত্র: বিবিসি, আল-জাজিরা

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম