খামেনির হুমকির পর ইসরাইলে নতুন হামলা ইরানের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
|
ফলো করুন |
|
|---|---|
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
এই খবর ঘোষণার সঙ্গে সঙ্গে ইসরাইলের উত্তরাঞ্চলে অ্যালার্ম বেজে ওঠে। কয়েক ঘণ্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরাইলে সাইরেন বেজে ওঠে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরাইলকে হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরাইলে নতুন করে হামলা শুরু করে ইরান।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘জায়নিস্ট শত্রু (ইহুদি শত্রু) একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এবং তাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।’
ইসরাইলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
দেশটির বিভিন্ন স্থানে যেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে, সেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।
একটি পৃথক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে।
এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরাইলি পুলিশ। একইসঙ্গে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
