Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:৩৩ এএম

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি এখনো হয়নি, ইসরাইল হামলা বন্ধ করলে তবে ইরানও বন্ধ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। 

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দখলদার ইসরাইল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও আর হামলা চালাবে না’।

তিনি দখলদারদের ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। আরাঘচি জানিয়েছেন, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এ সময় ইতোমধ্যে পার হয়ে গেছে।

তিনি বলেন, ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে- ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হয়। তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

সূত্র: বিবিসি

ঘটনাপ্রবাহ: ইরান ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম