Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষতি, নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:০৫ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষতি, নিহত ৪

ছবি: টাইমস অব ইসরাইল

ইরান-ইসরাইল চলমান সংঘাত মঙ্গলবার ১২তম দিনে পৌঁছেছে। এদিনও চলছে উভয় পক্ষের পালটাপালটি হামলা।এর মধ্যে ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এদিন ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।খবর বিবিসি ও টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, ‘আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম, ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। আমরা আহতদের জন্য ত্রায়াজ পয়েন্ট (তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র) স্থাপন করেছি এবং বেরিয়ে আসা বাসিন্দাদের স্বাস্থ্যপরীক্ষা করছি।’

এমডিএর ভাষায়, ‘সর্বশেষ সতর্কবার্তার পর দক্ষিণাঞ্চলে ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল ৩ জনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিচ্ছে।তারা হলেন- প্রায় ৪০ বছর বয়সি একজন পুরুষ, ৩০ বছর বয়সি এক নারী এবং ২০ বছর বয়সি এক তরুণ। এছাড়াও, একজনের অবস্থা মাঝারি এবং আরও ৫ জনের অবস্থা হালকা’।

ছবি: টাইমস অব ইসরাইল

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক এক্স বার্তায় জানিয়েছে, ‘ইসরাইলিরা আবারও আশ্রয়কেন্দ্রে দৌড়াচ্ছে।কারণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’

তারা জানায়, গত এক ঘণ্টার মধ্যে এটি তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে।এ হামলায় দক্ষিণের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। 

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘সফল প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

যদিও কাতার দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন ঘোষণা করেছে, ইসরাইলের ওপর সফল হামলার পর যুদ্ধবিরতি ‘আরোপ’ করা হয়েছে।

ওই ঘোষণায় বলা হয়, কাতারে ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন। রাষ্ট্রীয় টিভির উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান।

এছাড়াও বিবৃতিতে আইআরজিসি ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের ‘প্রতিরোধ’ উদযাপনের কথা উল্লেখ করা হয়।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম